• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘নির্বাচন কমিশন এখন ক্ষমতাসীন প্রার্থীদের বিজয়ী ঘোষণার প্রতিষ্ঠান’

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৩, ২৩:৫৬
সিলেট প্রতিনিধি

নির্বাচন কমিশন এখন ক্ষমতাসীন প্রার্থীদের বিজয়ী ঘোষণার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে বিএনপির ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা বিষয়ে বিশ্লেষণ ও ব্যাখামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশে শুধু গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে তা না, মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দেশের নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যেখানে গণতন্ত্রের বাহন নির্বাচনকে ধ্বংস করা হয়েছে, সেখানে গণতন্ত্র থাকতে পারে না।

দুর্নীতির উদাহরণ টেনে তিনি বলেন, দেশে কোভিডের সময় ১৪ হাজার কোটিপতির সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে চার বছরে চার কোটি মানুষ অধিক দরিদ্র হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, দেশের এ অবস্থা চলতে পারে না। তাই জনগণের দল বিএনপি দেশের সংকট উত্তরণে রাষ্ট্র কাঠামো সংস্কারে ২৭ দফা দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সিলেট,নজরুল ইসলাম খান,বিএনপি,প্রতিষ্ঠান,ঘোষণা,বিজয়ী,নির্বাচন কমিশন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close