• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘মসজিদে নামাজ কারা পরবে, যদি ইসলামি শিক্ষা না থাকে’

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ২০:২৬
নিজস্ব প্রতিবেদক

ইসলামবিদ্বেষীদের নীলনকশা বাস্তবায়নে ধর্মশিক্ষা বাদ দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মসজিদ বানাচ্ছেন, এই মসজিদে নামাজ কারা পরবে, যদি ইসলামি শিক্ষাব্যবস্থা না থাকে।

শিক্ষার সবস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় চরমোনাই পীর বলেন, সরকার একদিকে দৃষ্টিনন্দন মসজিদ করছে, অন্যদিকে প্রথম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত ধর্মীয় শিক্ষা পাবলিক পরীক্ষা থেকে বাদ দিয়ে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে।

সমাবেশ শেষে একটি মিছিল পল্টন মোড় ও জিরোপয়েন্ট হয়ে শিক্ষা মন্ত্রণালয় দিকে গেলে পুলিশ এতে বাধা দেয়। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলনের নেতাদের হস্তক্ষেপে শান্ত হয়। পরে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন।

সমাবেশে চরমোনাই পীর বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। এদেশে আজানের সূরে মানুষের ঘুম ভাঙে, আজানের আওয়াজে ছেলে-মেয়েরা ঘরে ফিরে যায়। এখানে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ,চরমোনাই পীর,সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম,ইসলামি শিক্ষা,মসজিদ,নামাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close