• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকারের দমন-পীড়ন আর দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ: ফখরুল

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ২০:৪১
নিজস্ব প্রতিবেদক

সরকারের দমন-পীড়ন আর দুর্নীতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন দলের নেতারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করছে। ভিন্নখাতে নিতে আওয়ামী লীগের নেতারা এখন আগুনসস্ত্রাসের কথা বলছে। এমন কিছু করা হলে তার দায় সরকারকে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, রিজার্ভ ফাঁকা, চরম লোডশেডিং। আর চালের দামের দিকে নজর দিলেই সরকারের সীমাহীন দুর্নীতির প্রমাণ মেলে। এ সরকারের দমন-পীড়ন আর দুর্নীতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ন্যায়বিচার ও গণতান্ত্রিক ধারাও ভেঙে পড়েছে। অবিলম্বে তাসের ঘরের মতো তাদের সব ভেঙে পড়বে।

এদিকে, মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ন‍্যাপ ও বাংলাদেশ সাম‍্যবাদী দলের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিরা সংলাপ করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি,অতিষ্ঠ,মানুষ,সরকার,দমন-পীড়ন,দুর্নীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close