• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‌‘আ. লীগ উন্নয়নের কথা বলে দেশকে দুর্নীতির জোয়ারে পরিণত করেছে’

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ২০:১৭
মৌলভীবাজার প্রতিনিধি

আওয়ামী লীগ উন্নয়নের জোয়ারের কথা বলে দেশকে দুর্নীতির জোয়ারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণ সমাবেশকে সফল করার জন্য জেলা বিএনপির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। এ দেশে জনগণের সরকার নেই। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিলো, বুকের রক্ত ঢেলে দিয়েছিলো গণতন্ত্রের জন্য। আজকের স্বাধীনতার পঞ্চাশ বছর পরে কেন বলতে হচ্ছে দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই।

তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই। দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দিশেহারা মানুষ। এক সময় আওয়ামী লীগ নিজেই বলতো, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিব। আজকে তারা এটা বলে না কেন? এখন আওয়ামী লীগ বলে, আমার ভোট আমি দিবো-দিনের ভোট রাতে দিবো।

এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৌলভীবাজার,আওয়ামী লীগ,উন্নয়ন,দুর্নীতি,ড. আব্দুল মঈন খান,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close