• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

নতুন জোট গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ

প্রকাশ:  ০৮ আগস্ট ২০২২, ১৬:২৯ | আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৭:২৯
নিজস্ব প্রতিবেদক

আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক জোট ’গণতন্ত্র মঞ্চ’। সাতটি রাজনৈতিক দল মিলে এই নতুন জোট গঠন করেছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারবিরোধী হিসেবে পরিচিত এই জোট আনুষ্ঠানিকভাবে তাদের রূপরেখা ঘোষণা করে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করে গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এ সময় আ স ম আব্দুর রব বলেন, আমরা প্রকাশ্যে জনতার সামনে কথা বলি। আমরা ষড়যন্ত্র করি না। ষড়যন্ত্র করে সরকার। অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখতে ষড়যন্ত্র করছে।

গণতন্ত্র মঞ্চের সাতটি রাজনৈতিক দল হল- জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

পূর্বপশ্চিম- এনই

গণতন্ত্র মঞ্চ,নতুন জোট,আ স ম আবদুর রব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close