• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

জবিতে ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি ছিলেন ছাত্রদলের কর্মী!

প্রকাশ:  ০৪ জুলাই ২০২২, ১১:৫৬ | আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন সংগঠনের একাধিক নেতাকর্মী।

তাদের ভাষ্যমতে, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে জবি ছাত্রদল কমিটির সভাপতি আসাদুজ্জামান আসলামের দলে ভেড়েন একই এলাকার ছেলে ইব্রাহিম ফরাজি। তাকে দেখা যায় সরকারবিরোধী মিছিল-মিটিংয়েও। নির্বাচনে আওয়ামী লীগ সরকার পুনরায় সরকার গঠন করলে ইব্রাহিম ফরাজি ফিরে আসেন ছাত্রলীগে।

এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে দলীয় কর্মীদের হাতে মারধরের শিকারও হন ফরাজি। পরে তৎকালীন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতারা প্রক্টর অফিসে বসে বিষয়টা সমঝোতা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জবি ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একজন সাবেক যুগ্ম আহ্বায়ক জানান, সমঝোতার সময় তিনি নিজেও সেখানে ছিলেন। ছাত্রদল করতেন বলে অনেকেই তখন ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে পরবর্তীতে তিনি ছাত্রলীগ করেছেন, পদও পেয়েছেন। এমন কি স্থগিত কমিটির সভাপতিও হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রদল সভাপতি আসলাম বলেন, আমি অতীতের কিছু আর স্মরণ করতে চাই না। এ বিষয়ে মন্তব্যও করবো না।

পূর্বপশ্চিম- এনই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close