• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

প্যারোলে মুক্তি পাচ্ছেন হাজি সেলিম

প্রকাশ:  ০১ জুলাই ২০২২, ১৪:৩১ | আপডেট : ০১ জুলাই ২০২২, ১৪:৫০
নিজস্ব প্রতিনিধি
হাজি সেলিম ছবি: সংগৃহীত

বড় ভাই হাজি কায়েসের মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন করেছেন ঢাকা-৭ আসনের কারাবন্দি সংসদ সদস্য হাজি মো. সেলিম। শুক্রবার (১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় তার মৃত্যু হয়।

হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল জানান, হাজি মো. সেলিমের বড় ভাই হাজি কায়েস (৭২) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় তার মৃত্যু হয়। তাই বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে হাজি সেলিম প্যারোলে মুক্তির আবেদন করেছেন।

সম্পর্কিত খবর

    তিনি আরো জানান, জুম্মার নামাজ শেষে চকবাজার শাহী জামে মসজিদে হাজি মো. সেলিমের বড় ভাই হাজি কায়েসের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

    প্রসঙ্গত, দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজি সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত। তবে অসুস্থ থাকায় ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close