• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাণিজ্যমন্ত্রীর অপসারণ দাবি বাম জোটের

প্রকাশ:  ১৭ মে ২০২২, ১৫:১৪
নিজস্ব প্রতিবেদক

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অপসারণের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের আগে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।

বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, সারাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। বর্তমান বাণিজ্যমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করতে হবে। অবিলম্বে টিসিবির দোকান ও ট্রাক পুনরায় চালু করতে হবে।

সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারবিরোধী আন্দোলন এখন একাকার হয়ে গেছে। তাই নৈতিকভাবে এই আন্দোলন নীতি-নৈতিকতার সঙ্গে চালিয়ে যেতে হবে।

প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বাম জোটের নেতারা বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে গেলে জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাম জোট,দাবি,বাণিজ্যমন্ত্রী,অপসারণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close