• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

‍‘জিয়াকে মুক্তিযুদ্ধের নায়ক বানানোর অপচেষ্টা করছে বিএনপি’

প্রকাশ:  ২৬ মার্চ ২০২২, ১৫:৫৯
ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘জিয়াউর রহমান ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানী সেনাবাহিনীতে কাজ করে অস্ত্র খালাশের দায়িত্ব পালন করেছেন। তাকে ধরে এনে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করানো হয়েছিল। আজকে তাকে মুক্তিযুদ্ধের নায়ক হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা করছে বিএনপি।’

শনিবার (২৬ মার্চ) দুপুরে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। দেশের বাইরে তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যতোই ষড়যন্ত্র করুকনা কেন, তারা কখনোই সফল হবে না। তিনি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও আরো অনেকে।

পূর্বপশ্চিম- এনই

জিয়া,ঝালকাঠি,আমির হোসেন আমু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close