• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশ:  ২৩ মার্চ ২০২২, ১৭:০৮
নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং কথাবার্তাও বলতে পারছেন।

বুধবার (২৩ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’-এর চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশীদ।

ব্যাংককে রওশন এরশাদকে দেখে এসে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, , রওশন এরশাদ বামরুনগ্রাদ হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন। আলাপকালে রওশন এরশাদ দেশের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন। দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে সরকারকে কার্যক্রর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে আসন্ন রমজানে মানুষের কষ্ট না হয়।

কাজী মো. মামুনুর রশীদ জানান, রওশন এরশাদ নিজ থেকে উঠতে-বসতে পারেন। তবে একটি পায়ে সমস্যা থাকায় হাঁটতে কষ্ট হচ্ছে। অবশ্য স্বাভাবিক কথাবার্তা বলতে পারছেন।

পূর্বপশ্চিম- এনই

রওশন এরশাদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close