• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গ্রহণযোগ্য নির্বাচনই নতুন ইসির সামনে বড় চ্যালেঞ্জ: ইনু

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৪ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪১
কুষ্টিয়া প্রতিনিধি

নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া এই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে জাসদ সবধরনের সহযোগিতা করবে।

রোববার নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশ্যে ইনু বলেন, আপনারা মুখ দেখে, দল দেখে চলবেন না। সরাসরি আইন দেখে, সংবিধান দেখে আপনাদের কাজ করবেন আর সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন, আপনারা তো সংলাপে আসেননি, কোনো প্রস্তাব দেননি। আপনাদের এজেন্ডা সরকার উৎখাতের এজেন্ডা। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপানাদের নেই।

হাসানুল হক ইনু বলেন, মিরপুর উপজেলার তালবাড়িয়াসহ কয়েকটি ইউনিয়নে অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র সড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। তিনি দ্রুত সরকারের কাছে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানান।

এ সময় সেখানে স্থানীয় জাসদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বপশ্চিম- এনই

হাসানুল হক ইনু,জাসদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close