• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা

প্রকাশ:  ২২ এপ্রিল ২০২৪, ১৭:৫৪ | আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৭:৫৭
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার আরও কঠোর পদক্ষেপ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আর্থিক জরিমানার পাশাপাশি মামলা ও জেলের হুঁশিয়ারি দিলেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, আগামী ২৭ তারিখ থেকে যে বাসা বা অফিসে লার্ভা পাওয়া যাবে, তাদেরকে জেল-জরিমানা করা হবে। এটা আমি ঘোষণা করলাম।

সোমবার (২২ এপ্রিল) রূপনগর আবাসিক এলাকার ৭ নম্বর সড়কে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি’র মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

এডিসের প্রজনন রোধে পানি জমতে পারে এমন আবর্জনা কিনতে ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। আপতত কেবল সতর্ক করা হলেও, ২৭ এপ্রিলের পর থেকে বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে লার্ভা পেলেই মামলা ও জেল-জরিমানা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নগরবাসী বলছেন, এ উদ্যোগ অনেক বড় ভূমিকা রাখবে বলে মনে হয়। তবে এডিসের প্রজনন রোধে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, তদারকি বাড়ানো না গেলে কোনো উদ্যোগই সফল হবে না। ডেঙ্গু শনাক্তে ওয়ার্ডে ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্থাসহ ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ তাদের। নাগরিক সচেতনতা ও কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, মানুষকে সচেতন ও সম্পৃক্ত করার জন্যই এই জনসচেতনতা ক্যাম্প। যখন এই ক্যাম্পেইন মাঠ পর্যায়ে বিস্তৃত হবে, তখন সেটা যেন সাজানো না থাকে।

ডেঙ্গু,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,মশা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close