• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এমভি আবদুল্লাহ এখন আরব আমিরাত উপকূলে

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৪, ০০:০১
নিজস্ব প্রতিবেদক

জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূল অতিক্রম করছে। জাহাজটি হরমুজ প্রণালি হয়ে আগামীকাল রোববার (২১ এপ্রিল) আমিরাতের আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

তিনি বলেন, রোববার বিকেল চারটায় জাহাজটি আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে।

জাহাজের মালিক পক্ষ থেকে জানিয়েছে, জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছানোর পর দুজন নাবিক উড়োজাহাজে করে দেশে ফিরবেন। আর বাকি ২১ জন নাবিক ওই জাহাজে করেই দেশে ফিরবেন, এখন পর্যন্ত এমনটাই কথা রয়েছে।

গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা।

এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল ছাড়া পায় নাবিকসহ এমভি আবদুল্লাহ। মুক্ত হওয়ার পরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়।

এমভি আবদুল্লাহ,আরব আমিরাত,উপকূল,জাহাজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close