• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘গোপালগঞ্জের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ অচিরেই চালু হবে’

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০২৪, ২২:৫০ | আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২২:৫২
নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ অচিরেই চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

শুক্রবার (১৯ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে, প্রতিটি জেলাকে রেলপথের সঙ্গে যুক্ত করা। আমার কাজ হচ্ছে- জনগণের চলাচলের সুবিধা ও ব্যবসা বাণিজ্যের সুবিধা অনুযায়ী ট্রেন চলাচল ব্যবস্থা সহজতর করা।

তিনি বলেন, গোপালগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ অচিরেই চালু হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির রেক আধুনিক কোচের সমন্বয়ে গঠিত রেক দ্বারা প্রতিস্থাপন করা হবে। এর আগে সরদার সাহাদাত আলী বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভাঙ্গা রেলওয়ে জংশন ও স্টেশনের চলমান কার্যক্রম ঘুরে দেখেন।

তিনি এ জংশন স্টেশনে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উপস্থিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালককে নির্দেশ দেন।

গোপালগঞ্জ,রাজধানী,ট্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close