• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকা টোল আদায়

প্রকাশ:  ০৯ এপ্রিল ২০২৪, ১৯:১০
নিজস্ব প্রতিবেদক

পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য অসংখ্য মানুষ বাড়ি ফিরছে। এর ফলে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার টোল আদায় হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৪৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিরুল হায়দার চৌধুরী বলেন, এ সময় শুধু মাওয়া প্রান্তে সাতটি বুথ দিয়ে আদায় করা হয়েছে এক কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা। ৮ ঘণ্টায় ১৩ হাজার ৮৮৬টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৫৮৬১টি।

এই ছাড়া জাজিরা প্রান্ত দিয়ে চার হাজার ৮৪৭টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৩১৩টি। মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে। সকালে যানবাহনের কিছুটা চাপ থাকলেও সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছেন বলে জানান তিনি।

পদ্মা সেতু,মহাসড়ক,টোল আদায়,ঈদ যাত্রা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close