• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টিসিবি কার্ডের আওতায় আসছেন মসজিদের ইমামরা

প্রকাশ:  ২৩ মার্চ ২০২৪, ১৮:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

মসজিদের ইমামদেরকেও পর্যায়ক্রমে টিসিবি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, “টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আরও গতিশীল করা হবে।”

শনিবার (২৩ মার্চ) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মসজিদের ইমামদের সঙ্গে রমজান ও পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি প্রতিমন্ত্রীর বাবার নামে প্রতিষ্ঠিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মুজিবুল ইসলাম পান্না। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ খান।

এ সময় উপজেলার প্রায় সব মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০৩ জন ইমামকে নগদ অর্থ সহায়তা দেওয়া করা হয়।

খাদ্যমন্ত্রী,ধর্ম,টাঙ্গাইল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close