• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি

প্রকাশ:  ২২ মার্চ ২০২৪, ২২:৫৭
পূর্বপশ্চিম ডেস্ক

২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।

শুক্রবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়।

জি-স্কপের যুগ্ম সমন্বয়ক নাইমুল আহসান জুয়েলের সভাপতিত্বে ও খালেকুজ্জমান লিপনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন— সংগঠনের শীর্ষ নেতা কামরুল আহসান, আব্দুল ওয়াহেদ, আহসান হাবিব বুলবুল, রুহুল আমিন প্রমুখ।

শ্রমিক নেতারা মজুরি আন্দোলনের জন্য দায়ের করা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ, ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবি জানান।

বেতন,বোনাস,দাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close