• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালিবাগের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে দগ্ধ ৪

প্রকাশ:  ২০ মার্চ ২০২৪, ২২:৫০ | আপডেট : ২০ মার্চ ২০২৪, ২২:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

ঢাকার মালিবাগে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. সবুজ (২০) , মো. মারুফ (১৬), জুলহাস (১৮), হান্নান হোসেন (২৮)। তারা সবাই হোটেলের কর্মচারী।

আহতদের সহকর্মী তৌহিদ জানান, সন্ধ্যায় হোটেলের সামনে তারা ইফতার বিক্রি করছিলেন। সেখানে গ্যাস সিলিন্ডারের ওপরে ভাজাপোড়া করা হচ্ছিল। হঠাৎ সিলিন্ডারের পাইপ লিকেজ হলে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। আমি তাদের হাসপাতালে নিয়ে আসি।

হান্নানের চাচাতো ভাই রুবেল জানান, হান্নান শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের নান ও গ্রিল তৈরির কারিগর। সন্ধ্যায় খবর পাই, সে দুর্ঘটনার শিকার হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ চারজনেরই দুই হাত এবং দুই পায়ের কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, চারজনের মধ্যে সবুজ ২৭%, মারুফ ১৮ % এবং জুলহাস ১৬% হান্নান ৬৫ % দগ্ধ। হান্নানের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ড,রেস্টুরেন্ট,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close