• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

হাফ ভাড়া না নেওয়া দুই বাস নেওয়া হলো থানায়

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২৪, ১৪:০৮
নিজস্ব প্রতিবেদক

হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের হাতে আটক বাস নিউমার্কেট থানায় নেওয়া হয়েছে। এরমধ্যে পুলিশ ও কলেজ প্রশাসনের মধ্যস্থতায় পাঁচটি বাসের মধ্যে তিনটি ছেড়ে দেওয়া হয়। আর বাকি দুটি নেওয়া হয় থানায়।

সোমবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এসব বাস থানায় নেওয়া হয়। এর আগে হাফ ভাড়া না নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগে বাসগুলো আটক করেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, কলেজের সামনের রাস্তা দিয়ে বাসগুলো চলাচল করলেও তারা অনেক সময় হাফ ভাড়া নেয় না। এমনকি শিক্ষার্থীদের সঙ্গে বাসের স্টাফরা খারাপ ব্যবহার করেন। হাফ ভাড়া দিতে চাইলে বাসের মধ্যে অন্য যাত্রীদের সামনে নানাভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হয়। তাই তারা বাধ্য হয়ে বাস আটকে দেন।

বিষয়টি নিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাসচালক ও সহকারীর ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ঘটনার জেরে শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দুটি বাস থানায় আনা হয়েছে। মালিকপক্ষসহ বসে আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

থানা,বাস,ভাড়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close