• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবারও পূরণ হয়নি হজ কোটা

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০২৪, ২৩:৪২ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০০:৩৭
নিজস্ব প্রতিবেদক

দফায় দফায় সময় বাড়িয়েও শতভাগ পূরণ হয়নি হজযাত্রী নিবন্ধন। এজন্য অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতাকে দায় দিচ্ছেন সরকারি কর্মকর্তা এবং হজ এজেন্টরা।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার বলছেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে অনিশ্চয়তার কারণে হাজীদের নিবন্ধনে আগ্রহ কম। আর হাব বলছে, একদিকে ডলারের বাড়তি দাম, অন্যদিকে ওমরা পালনে আগ্রহ বাড়ায় হজে নিবন্ধন কমেছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার বিপরীতে মাত্র ৫৩ হাজার ১১৫ জন নিবন্ধন করেছেন। সরকারি কিংবা বেসরকারি, কোনো কোটাই পূরণ হয়নি।

এবছর সরকারি সাধারণ প্যাকেজের খরচ গত বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম। বেসরকারি সাধারণ প্যাকেজে কমেছে প্রায় ৮৩ হাজার টাকা।

ধর্ম সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার জানান, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই বারবার সময় বাড়িয়ে ও প্রচার করেও নিবন্ধনের কোটা পূরণ হয়নি।

তিনি বলেন, গতবারের হিসেবে আমরা ভেবেছিলাম- এবারও এক লাখের বেশি হবে হাজীর সংখ্যা। কিন্তু এবার তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।

হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, নির্বাচন নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তারাও এখন আর নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না। এছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমায় হজের খরচও বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, খরচ ও সময় কম হওয়ার কারণে ওমরার প্রতি বেশি ঝুঁকছে মানুষ।

সৌদি আরব,হজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close