• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সময়-মেধা ও অর্থের অপচয় রোধ করতে চাই: জুনাইদ আহ্‌মেদ

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০২৪, ২১:২৩
পূর্বপশ্চিম ডেস্ক

নতুন মন্ত্রিসভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে জুনাইদ আহ্‌মেদ বলেছেন, ‘প্রথম দিন থেকেই আমরা একটি পরিবর্তন ঘটাতে চাই, যেখানে মূল হবে মিতব্যয়িতা। আমাদের সময়-মেধা ও অর্থের অপচয় রোধ করতে চাই। এ কারণে আমি অনুরোধ করব, আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি ডিভিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী বিদেশ সফরে যাবেন না।’

নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে আজ রোববার প্রথম কার্যদিবসে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জুনাইদ আহ্‌মেদ এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে মতবিনিময় সভার ছবি ও বক্তব্য পোস্ট করেন।

জুনাইদ আহ্‌মেদ ২০১৪ সাল থেকে টানা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার আইসিটির সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগেরও দায়িত্ব পেয়েছেন তিনি। আজ সকালে তিনি সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জুনাইদ আহ্‌মেদ বলেছেন তাঁরা প্রায় ৪০টি প্রকল্প চিহ্নিত করেছেন, যেগুলো তাঁদের যাত্রা শুরু করার জন্য বাস্তবায়ন করা দরকার।

জুনাইদ আহ্‌মেদ বলেন, টেলিকম খাতের সব লোকসানি কোম্পানিকে আগামী ৩০ জুনের মধ্যে লাভজনক অবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সভায় প্রোডাক্টিভিটি (উৎপাদনশীলতা), প্রোডাক্ট ডাইভারসিটি (বৈচিত্র্যময় পণ্য), প্রমোশন (প্রচার) এবং প্রসেস টু কানেক্ট কাস্টমার (গ্রাহককে সম্পৃক্ত করার পদ্ধতি) এই চার শব্দের ‘পি’ আদ্যক্ষরের ওপর কাজ করতে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

সরকার,জুনাইদ আহমেদ পলক,রাজধানী ঢাকা,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close