• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জুরাইনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানীর জুরাইন খন্দকার রোডের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

রাইদা পরিবহণের বাসটি ছিল পার্কিং অবস্থায়। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ডিএইচ রানা জানান, গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে বেলা আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে গাড়ির ভেতরের অংশ পুড়ে গেছে।

পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন নির্বাপণ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লীমা খানম বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, বেলা আড়াইটার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসকে অবগত করি। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন,রাজধানী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close