• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাকা থেকে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে আগুনে ক্ষতিগ্রস্ত ‌‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সরিয়ে সচল করা হয়েছে লাইন। এতে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকাগামী ট্রেনটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেয়া হলে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি। ভোর ৫টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালে আগুন দেখতে পান স্থানীয়রা।

কিছু বুঝার উঠে আগেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের ৩টি বগিতে। আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। এর মধ্যেই মা-ছেলেসহ চারজন পুড়ে মারা যান। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৪টি মৃতদেহ সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

নিহতরা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)। এছাড়া বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর।

পূর্বপশ্চিমবিডি/এসএম

স্বাভাবিক,চলাচল,ট্রেন,সারা দেশ,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close