• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৭

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯
নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী দু’দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ছিলো তেঁতুলিয়ায়। সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আর রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বপশ্চিমবিডি/এসএম

তেঁতুলিয়া,তাপমাত্রা,সর্বনিম্ন,দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close