• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আধা ঘণ্টায় উত্তরা থেকে মতিঝিল গেলো প্রথম মেট্রো

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২৩, ১০:৩০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট চালু হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে প্রথম মেট্রোরেল। ৭টা সাইত্রিশ মিনিটে সেটি ছাড়ে পল্লবী থেকে। আর ৮টা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় রেলটি। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে আনন্দিত, উচ্ছ্বসিত যাত্রীরা।

সকালে দেখা গেছে এ চিত্র।

শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের। রোববার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিলো যাত্রীতে পরিপূর্ণ।

এক যাত্রী বলেন, মাত্র ৩০ মিনিটে মতিঝিল এসেছি। আমার আগে এইটুকু পথ আসতে ২ ঘণ্টা লাগতো। এসময় বিকেলের যাত্রা দ্রুত চালু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মেট্রো,মতিঝিল,উত্তরা,মেট্রোরেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close