• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০২৩, ১১:৫২ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:১০
নিজস্ব প্রতিবেদক

যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ইসির হাতে কোনো অপশন (বিকল্প) নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে। তিনি বলেন, দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের (জোট) মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখনো প্রত্যাশা করবো সব দল অংশ নেবে। প্রতিকূল হলে হবে না, তা নয়। নির্বাচন যথাসময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপে। উনি (পিটার হাস) বলেছেন, বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলো যেন সংলাপে বসে, এখনো সেই আহ্বান করবেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সিইসি,সংসদ নির্বাচন,প্রধান নির্বাচন কমিশনার,কাজী হাবিবুল আউয়াল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close