• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকায় সহিংসতা

ভিসা নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ২৩:২২
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করার কথা জানিয়েছে দেশটি।

শনিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক বার্তায় এই নিন্দা জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করা হবে।

এদিকে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে উল্লেখ করেছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

উল্লেখ্য, শনিবার রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলাকালে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সহিংসতা,ঢাকা,যুক্তরাষ্ট্র,ভিসা,নিষেধাজ্ঞা,পর্যালোচনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close