• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

'নগরের নিম্ন আয়ের মানুষের আবাসনের কথা কেউ ভাবে না'

প্রকাশ:  ০২ অক্টোবর ২০২৩, ২২:৫৩
নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরে বস্তিতে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে। নিম্ন আয়ের মানুষের ঠিকানা নগরীর বস্তিগুলোতে বসবাসকারীরা চরম মানবেতর জীবন যাপন করলেও তাদের আবাসনের কথা কেউ ভাবেন না। এমনটাই মন্তব্য করেছেন একদল বস্তিবাসী ও উন্নয়নকর্মী। বলে আজ

আজ ২ অক্টোবর বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে ঢাকার পশ্চিম ধানমন্ডির বেড়িবাঁধ এলাকায় বস্তিবাসীদের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেসরকাররি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন বস্তিবাসী নেত্রী হোসনে আরা বেগম রাফেজা।

সমাবেশে অরও বক্তব্য রাখেন বারসিকের প্রজেক্ট ম্যানেজার ও পরিবেশ আন্দোলন কর্মি ফেরদৌস আহমেদ, বস্তিবাসী নেতা হারুন অর রশিদ, বারসিকের সহযোগী সমন্বয়ক নাজমা আক্তার, হেনা আক্তার রূপা, রুনা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা শহর আজ এক মেগা সিটি হলেও বাসস্থানকে অধিকার হিসেবে দেখা হচ্ছেনা, বরং নিন্ম আয়ের মানুষকে পেছনে ফেলে ঢাকার সকল উন্নয়ন অগ্রযাত্রা সূচিত হচ্ছে।

তারা বলেন, প্রতিদিন গড়ে সতেরো শ’ মানুষ ঢাকায় আসে এবং হিসাব করে দেখা গিয়েছে প্রতিবছরে প্রায় ৬ লাখ মানুষ ঢাকা শহরে নতুন করে যুক্ত হয়। নগরের মোট জনসংখ্যার মোট দরিদ্র ৩৫ ভাগ দরিদ্র এবং অতি দরিদ্র ১০ ভাগ যাদের আয় সাত হাজার টাকার নিচে। এই হতদরিদ্র জনগোষ্ঠীকে পেছনে রেখে ডিজিটাল বা স্মার্ট কোন বাংলাদেশই সম্ভব না।

মানববন্ধনে নানা প্লেকার্ড হাতে নিয়ে শতাধিক বস্তিবাসী অংশগ্রহণ করেন।

জনসংখ্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close