খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক জানান, সাবেক প্রধানমন্ত্রীর পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করার পর তার মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়।
সম্পর্কিত খবর
২০২০ সাল থেকে অষ্টমবারের মতো বিএনপি প্রধানকে স্বাস্থ্যগত কারণে এই সুবিধা ভোগ করার অনুমতি দিয়েছে সরকার।
শর্ত অনুযায়ী খালেদা বিদেশে যেতে পারবেন না এবং তাকে নিজ বাসভবনেই চিকিৎসা নিতে হবে।
বিএনপি অবশ্য দুর্নীতির মামলাগুলোকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছে।
ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১(১) অনুযায়ী তার কারাদণ্ড স্থগিত করে সরকার বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেয়।
সরকার ছয় মাসের জন্য তার কারাদণ্ড স্থগিত করার পর ২০২০ সালের ২৫ মার্চ খালেদাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তিনি এমন এক সময়ে কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন যখন বিশ্ব কোভিড-১৯ মহামারীতে জর্জরিত ছিল।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালত পাঁচ বছরের কারাদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রীকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।