• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চার জন হাসপাতালে

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৩
পূর্ব পশ্চিম ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসচেতন হয়ে চার জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকালে মধ্যে ঘটনাগুলো ঘটে।

এই চারজন হলেন শমসের সোলেমান (৫০), মো. মাসুদ (৪০), জাহাঙ্গীর আলম (৪৫) ও অজ্ঞাত পুরুষ (৩০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কারের পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাদের কাছ থেকে কী কী খোয়া গেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তারা সুস্থ হলে ঘটনার পেছনের কারণ জানা যাবে।

ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউর রহমান জানান, ধানমন্ডি ১২/এ, তাকওয়া মসজিদের পাশ থেকে শমসের সোলেমান নামে এক ব্যাক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকালে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। অপরদিকে, যাত্রাবাড়ী সায়েদাবাদ টার্মিনাল এলাকা থেকে মো. মাসুদকে (৪০) বিকালে অচেতন অবস্থায় রবিউল নামে তার পরিচিত এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

অন্যদিকে, আসাদগেট এলাকা থেকে অচেতন অবস্থায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) পড়ে ছিলেন। সংবাদ পেয়ে তার ছেলে আরাফাত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এর আগে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে এক ব্যক্তি অজ্ঞাত পুরুষ (৩০) অচেতন অবস্থায় পড়ে ছিলেন, পরে আহাদ পুলিশ বক্সের পুলিশ সদস্য দুপুরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

অজ্ঞান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close