• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রামের রাউজানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন ইসি সচিবের

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৬
নেজাম উদ্দিন ,রাউজান প্রতিনিধি

নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম বলেছেন,স্মার্ট নাগরিক,স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি,স্মার্ট সরকার। এই চারটি শর্ত বাস্তবায়ন করা হলে স্মার্ট বাংলাদেশ আলোর পথ দেখবে একই সাথে আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপ দিতে পারব।

তিনি ৯ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৬ রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিকসন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবির, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানভির আল নাসিফ। বক্তব্য রাখেন জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ূন কবির।

অনুষ্ঠানে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্মন করা হয়।

অনুষ্ঠানে শেষ পর্বে চট্টগ্রাম-৬ রাউজান আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব মো: জাহাংগীর আলম। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে নেওয়ার মুহূর্তটা জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

এরপর জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও পেশাজীবিদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, ওসি আব্দুল্লাহ আল হারুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা, ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরাসহ ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা জানান, ১৬ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলবে। রাউজানের বাসিন্দাদের মধ্যে যারা নগরীতে ভোটার হয়েছেন তারা আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে রাউজানে ভোটার স্থানান্তর করতে পারবে।

জাতীয় পরিচয়পত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close