• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৩৫ নদীর পানি বেড়েছে, কমেছে ৭০টিতে

প্রকাশ:  ২০ আগস্ট ২০২৩, ০৫:৫৫
পূর্বপশ্চিম ডেস্ক

দেশের ৩৫ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আর ৭০টিতে পানির স্তর নেমেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) এ তথ্য জানায়।

১০৯টি নদী পর্যবেক্ষণ করে শনিবার (১৯ আগস্ট) সংস্থাটি বলছে, চারটি নদীর পানি স্থিতিশীল রয়েছে। একটি নদী বন্দরে পানির স্তর বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

সংস্থাটি জানায়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি হ্রাস পাচ্ছে। পদ্মা নদী স্থিতিশীল অবস্থায় রয়েছে।

এসব নদীর পানি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও কমতে পারে বলেও জানায় এফএফডব্লিউসি।

এই সংস্থা জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি হ্রাসের প্রবণতায় রয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল ৯টায় শেষ হওয়া গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন জেলার কয়েকটি স্টেশনে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় পোড়াবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার নিচে নেমে যেতে পারে।

সিলেটের জিকিগঞ্জে ৮৬ মিমি, সিলেটের কানাইঘাটে ৫৬ মিমি, সিলেটের জাফলংয়ে ৫৬ মিমি এবং সিলেটে ৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি,বিপদসীমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close