• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াসের ১২ বছরের করাদন্ড

প্রকাশ:  ১০ আগস্ট ২০২৩, ১১:১৫
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস মিয়া ওরফে ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট এপিপি মো. জাকির হোসেন।

তিনি বলেন, ' আজ দুপুরে এই রায় ঘোষণা করা হয়। এ সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না। তাকে কোন অর্থদন্ড দেয়া হয়নি। মোট ১২ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।'

এর আগে ২০১৫ সালের ২৪ এপ্রিল সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ইলিয়াসকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা।

উল্লেখ্য, ইলিয়াস হোসেন সবুজ ওরফে ইলিয়াস মিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৭ সালের ২৮ মে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০২৩ সালের ৬ মার্চ মেয়াদোত্তীর্ণ ইলিয়াস-মাজেদ কমিটি বিলুপ্ত করা হয়।

কুবি,ছাত্রলীগ নেতা আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close