• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যাচ্ছিলেন পরীক্ষার হলে, জলাবদ্ধ সড়কে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশ:  ০৮ আগস্ট ২০২৩, ০৮:২৭
পূর্বপশ্চিম ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে পরীক্ষা দিতে যাওয়ার সময় জলাবদ্ধ সড়কের পাশে নালার পানিতে ডুবে নিপা পালিত (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দীরহাট বাজারের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

হাটহাজারী ডিগ্রি কলেজের শিক্ষক আবু তালেব জানান, হাটহাজারীতে পরীক্ষা দিতে সকালের দিকে বাদামতল এলাকার বাড়ি থেকে হেঁটে যাওয়ার সময় সড়কের পাশের নালায় পড়ে যান তিনি।

তিনি বলেন, শুনেছি তিনি মৃগী রোগী ছিলেন। যে কারণে নালা থেকে আর উঠতে না পেরে সেখানেই তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সকালে পরীক্ষার হলে যাওয়ার সময় পানিতে ডুবে নিপা নামে এক ছাত্রী মারা যায়। পরিবার জানায় তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আমরা মরদেহ উদ্ধার করে আনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে নগরীর ড্রেনেজ ব্যবস্থা বৃষ্টির পানি নিষ্কাসনের জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ বাসিন্দাদের। এ কারণে এরইমধ্যে অনেক বাড়ি ও দোকান পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি জমেছে। নগরীর অনেক সড়কেই নৌকা চলাচল করতে দেখা যায়।

সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪-২৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হবে।

২০২১ সালে চট্টগ্রামে খোলা নালা ও খালে পড়ে পাঁচজনের মৃত্যু হয়। এতে আহত হয় অনেকেই।

ওই বছরের ৬ ডিসেম্বর ষোলশহর এলাকায় খোলা নালায় পড়ে মো. কামাল নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

এছাড়া একই বছরের ২৮ সেপ্টেম্বর শহরের আগ্রাবাদ বাদামতলী এলাকায় একটি খোলা রাস্তার পাশের নর্দমায় পড়ে সেহরিন মাহবুব সাদিয়া (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিখোঁজ হয়। প্রায় ১০০ ফুট দূরে তার মরদেহ পাওয়া যায়।

একই বছর ২৫ আগস্ট নগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে সালেহ আহমেদ নামে এক সবজি ব্যবসায়ী নিখোঁজ হন।

গত ৩০ জুন নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি সিএনজি অটোরিকশা খালে পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়।

অপমৃত্যু,পানিবন্দী,অতিবৃষ্টি-সৃষ্ট বন্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close