• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাইবার নিরাপত্তা আইন আরও বিপজ্জনক হবে: রিজভী

প্রকাশ:  ০৭ আগস্ট ২০২৩, ২০:৫৭ | আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২১:০৭
পূর্বপশ্চিম ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে আইনটি বাতিলের নীতিগত অনুমোদন হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সরকার এখন ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’ করবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভালো কিছু হবে বলে আমি মনে করি না। দেশি-বিদেশি চাপে তারা আইওয়াশ হিসেবে এটি করেছে।’

আজকের এ সংবাদ সম্মেলনটি করা হয় সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরতে। সেখানে রিজভী বলেন, গত ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ এবং ২৯ জুলাই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলায় ৮২০ জন আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৫০০ জনকে।

বিএনপি,সাইবার,ডিএসএ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close