• রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

প্রকাশ:  ১০ জুলাই ২০২৩, ২২:১১
নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফকে ১৫০০ কেজি আম্রপালি জাতের আম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের বাংলাদেশ দূতাবাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর উপহারের আম ১০ জুলাই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন। প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তান সাদরে গ্রহণ করেছে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী এক বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। দুদেশের পারস্পরিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close