• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সরকারি সংস্থার কাছে তিতাসের পাওনা ১৬৫৭ কোটি টাকা

প্রকাশ:  ১০ জুলাই ২০২৩, ১৬:৩০
নিজস্ব প্রতিবেদক

দুই বছরে সরকারি ও বেসরকারি বিভিন্ন গ্রাহকের গ্যাস বিল বাবদ মোট ৬ হাজার ৭০১ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছে বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১০ জুলাই) তিতাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির এমডি হারুন অর রশিদ মোল্লাহ।

তিতাসের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, সরকারি পর্যায়ে বকেয়া রয়েছে ১৬৫৭ দশমিক ৪৪ কোটি টাকা। আর বেসরকারি বকেয়া রয়েছে ৫০৪৪ হাজার ৫৩ কোটি টাকা। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত এসব বকেয়া রয়েছে।

তিতাস,টাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close