• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশ:  ১৬ জুন ২০২৩, ১১:১৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস জানান, আজ সকাল ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে এই ভূমিকম্প হয়েছে।

এর আগে গত ৫ মে সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অনুভূত,ভূমিকম্প,স্থান,দেশ,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close