• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঝড়ো হাওয়ার আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

প্রকাশ:  ১৯ মে ২০২৩, ১৪:২১
নিজস্ব প্রতিবেদক

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক বার্তায় এমন তথ্য জানায় রাষ্ট্রীয় এ সংস্থাটি।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্ক সংকেত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close