• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঘূর্ণিঝড় মোখা

আশ্রিত মানুষের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে

প্রকাশ:  ১৪ মে ২০২৩, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখার কারণে আশ্রিত মানুষের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

রোববার (১৪ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

মো. এনামুর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রসহ সব রকমের প্রস্তুতি নেয়া আছে। পর্যাপ্ত শুকনা খাবার, সুপেয় পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ টাকা পাঠানো আছে। এছাড়া মহাবিপদ সংকেত ঘোষণার পর সৈকত খালি করা হয়েছে।

এ পর্যন্ত ২০ লাখ নগদ টাকা ও ২০০টন চাল এবং ১৪ টন বিস্কুট বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঘূর্ণিঝড়,মোখা,মানুষ,সংখ্যা,মো. এনামুর রহমান,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close