• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ, আতঙ্ক

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২৩, ০১:৪৫ | আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৯:৪৫
নিজস্ব প্রতিবেদক

বাড্ডা, রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পান স্থানীয়রা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে নগরবাসীর অনেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। তাদের দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে ফোনে খোঁজ নেওয়া শুরু করেন দূরের স্বজনরা। এছাড়া তাদের অনেকের অভিযোগ, তিতাসের জরুরি যোগাযোগের নম্বরে ফোন করে সংযোগ পাননি।

তবে রাতেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক ফেসবুক পোস্টে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

তিনি লেখেন, ঢাকার বেশ কয়েকটি জায়গাতে গ্যাসের গন্ধ পাবার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।

কী ঘটেছে সে বিষয়ে তিতাসের গুলশান টিমের সুপারভাইজার আরিফ হোসেন জানান, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আমরা চাপ কমিয়ে দিয়েছি। ধীরে ধীরে সমস্যার সমাধান হয়ে যাবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আতঙ্ক,গন্ধ,রাজধানী,গ্যাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close