• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দেশে দরিদ্র মানুষ ৩ কোটি সাড়ে ১৭ লাখ

প্রকাশ:  ১২ এপ্রিল ২০২৩, ২৩:০৩
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে দেশে এখন দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ। সেই হিসাবে দেশে তিন কোটি ১৭ লাখ ৫৮ হাজার ছয়জন দরিদ্র। একই সঙ্গে অতি দরিদ্রের হার নেমেছে ৫ দশমিক ৬ শতাংশে।

ধবার (১২ এপ্রিল) এক অনুষ্ঠানে দরিদ্রের হারের এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে বা খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এ এ তথ্য উঠে আসে। এতে দেখা যায়, ২০১৬ সালের জরিপে দেশে দারিদ্র্যের হার ছিলো ২৪ দশমিক ৩ শতাংশ। ২০২২ সালে তা কমে ১৮ দশমিক ৭ শতাংশে নেমেছে। ২০১০ সালে এ হার ছিলো ৩১ দশমিক ৫ শতাংশ।

সবশেষ জনশুমারি অনুসারে, দেশে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার। সেই হিসাবে দেশে দরিদ্রের সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার। বিশ্বব্যাংকের সবশেষ দারিদ্র্যের সংজ্ঞা অনুযায়ী, দৈনিক ১ দশমিক ৯০ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবেন।

জরিপের ফলাফলে দেখা যায়, শহরে দরিদ্রের হার ১৪ দশমিক ৭ শতাংশ আর গ্রামে ২০ দশমিক ৫ শতাংশ। অপরদিকে ২০২২ সালে দেশে অতি দরিদ্রের হার ৫ দশমিক ৬ শতাংশে নেমেছে। ২০১৬ সালে এই হার ছিলো ১২ দশমিক ৯ শতাংশ।

জরিপে দেখা যায়, ২০২২ সালে খানাপ্রতি মাসিক আয় ছিলো ৩২ হাজার ৪২২ টাকা। মাসিক খরচ ৩১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ খানাপ্রতি মাসে এক হাজার টাকা সঞ্চয় হচ্ছে। ২০১৬ সালের জরিপে খানাপ্রতি মাসিক আয় ছিলো ১৫ হাজার ৯৮৮ টাকা। সেই হিসাবে ছয় বছরের ব্যবধানে আয় দ্বিগুণ হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মানুষ,দেশ,দরিদ্র,বিবিএস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close