• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে

প্রকাশ:  ১১ এপ্রিল ২০২৩, ২২:৪২
নিজস্ব প্রতিবেদক

দেশে তাপপ্রবাহ বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১১ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের তাপপ্রবাহের এক সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী ১৭ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী এক সপ্তাহে দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি এটি আরও বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি বর্ধিত ৫ দিনেরও আবহাওয়ার অবস্থা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বপশ্চিমবিডি/এসএম

তাপমাত্রা,ডিগ্রি,সেলসিয়াস,আবহাওয়া অফিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close