• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তুরাগে ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

প্রকাশ:  ০৯ মার্চ ২০২৩, ১৫:৩১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগ এলাকায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, আজ সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএচএসের একটি সিকিউরিটি কোম্পানি থেকে সোয়া ১১ কোটি টাকা গাড়িতে নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের বুথে টাকা ঢোকাতে নিয়ে যাচ্ছিলো। এ সময় হাইয়েস আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের বহন করা গাড়িটির গতিরোধ করে।

তিনি বলেন, হাইয়েস মাইক্রোবাস থেকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ট্রাঙ্ক ছিনিয়ে নিয়ে হাইয়েস কালো রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।

তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ বলেন, ঘটনা ঘটার খবর পেয়ে উত্তরা বিভাগের উপকমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ছিনতাই,টাকা,ডাচ্-বাংলা ব্যাংক,তুরাগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close