• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডিসি সম্মেলনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

ইভিএমের জন্য আট হাজার কোটি টাকা খরচের প্রয়োজন নেই

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২৩, ১২:৫০ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৪:২৪
নিজস্ব প্রতিবেদক

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) জন্য আট হাজার কোটি টাকা খরচ করার এখন প্রয়োজন নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মন্দার দেশ হিসেবে যেন ঘোষণা করতে না হয় সেজন্য সাশ্রয়ী হবার নীতি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

এ সময় সবাইকে অপ্রয়োজনীয় কেনাকাটা পরিহার করে মিতব্যয়ী হবার আহ্বান জানান শেখ হাসিনা। এ ছাড়া জেলা প্রশাসকদের ২৫ দফা নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রধানমন্ত্রী,ডিসি সম্মেলন,অনুষ্ঠান,শেখ হাসিনা,খরচ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close