• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||

র‍্যাব-পুলিশ কেউই আইনের ঊর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২৩, ২৩:৫৭
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি দুষ্কর্ম করে, তা সবার কষ্টের জায়গা। র‍্যাব-পুলিশ কেউই আইনের ঊর্ধ্বে নয়।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এখন পর্যন্ত ১৭ জনেরও বেশি র‍্যাব সদস্য ও পুলিশের একজন ডিআইজিসহ একাধিক ব্যক্তি কারাগারে রয়েছেন। তাদের যে নিয়মিত কার্যক্রম, সেখান থেকে বিচ্যুতি ঘটেছিলো। আইন অনুযায়ী সবারই বিচার হবে। সেদিনের (২০ জানুয়ারি) ঘটনায় র‍্যাবের সদস্যদের উপস্থিতির তথ্য শুনেছি। এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার আছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। নিয়মিত কর্মকাণ্ড থেকে বিচ্যুতি ঘটলে তার বিচার হবে।

রোহিঙ্গাদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা দেশকে কঠিন অবস্থানে ফেলে দিচ্ছে। কর্মহীন মানুষ একসঙ্গে থাকলে যা হবার, তাই হচ্ছে। রোহিঙ্গারা শুধু আমাদের নয়, সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ হতে পারে। রোহিঙ্গারা আন্তর্জাতিক সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হতে পারে। তারা যে কোনো প্রলোভনে প্রলুব্ধ হতে পারে। এর দ্রুত সমাধানের জন্য বিশ্বকে এগিয়ে আসতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান কামাল,আইন,র‍্যাব-পুলিশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close