• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তদন্তে কোথাও একটা ফাঁকি আছে: ফারদিনের বাবা

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২২, ০৮:৫১
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কর্মসূচি থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিচার দাবি হয়েছে।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নোঙর বাংলাদেশ, স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট ও তাদের বন্ধুমহল এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

সম্পর্কিত খবর

    মানববন্ধনে কথা বলতে গিয়ে আবারও কাঁদলেন হত্যাকাণ্ডের শিকার ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানা।

    তিনি বলেন, ‘আমার ছেলেকে মিসিং পয়েন্ট থেকে খোঁজা শুরু হয়নি। মিসিং পয়েন্ট ছিল রামপুরা। তাকে সবশেষ সেখানে পাওয়া যায়। সেখান থেকে বুয়েট ক্যাম্পাস লাইনে তাকে খোঁজার কথা। সেই মিসিং পয়েন্ট থেকে তাকে খোঁজা হয়নি। কীভাবে সেখান থেকে সে চনপাড়া গেল, সে নিজে গেছে নাকি অন্য কেউ তাকে নিয়ে গেছে তা দেখতে হবে। এই ঘটনায় কোথাও একটা ফাঁকি আছে।’

    ফারদিনের বাবা বলেন, ‘এই দেশে মেধাবী নিধন শুরু হয়েছে। বুয়েট কিলিং মিশন শুরু হয়েছে। আমার সন্তান ধূমপানও করে না। ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে বিচার বিলম্বিত করার জন্য তাকে মাদকে সম্পৃক্ত করা হচ্ছে।

    ‘আমার সন্তান আর কখনও ফিরে আসবে না। মৃত ব্যক্তির প্রতি অন্যায় করা হয়েছে, ফারদিনের কাছে ক্ষমা পাওয়ার সুযোগ নেই। আর যেন কাউকে এমনভাবে তুলে ধরা না হয়।’

    মানববন্ধনে ছাত্রলীগের সাবেক নেতা দূরন্ত বিপ্লবের খালাতো ভাই মোহাইমেন বয়ান বলেন, ‘বিপ্লব আমার ছোটবেলার খেলার সাথী। আমরা স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন ও জঙ্গিবাদ বিরোধী আন্দোলন করেছি। তার এই অস্বাভাবিক চলে যাওয়া সহজে মেনে নেয়া যায় না। এই দুই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত না করে সুষ্ঠু বিচার ও সঠিক তদন্তের মধ্য দিয়ে হত্যার অপরাজনীতির অবসান চাই।’

    ফারদিন ও দুরন্তের হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবি করে মানববন্ধনে নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস বলেন, ‘তারা দেশকে অনেক কিছু দিতে পারতেন। ফারদিন ডিবেট করতেন। ডিবেটে অংশ নেয়ার জন্য স্পেনে যাওয়ার আগে তাকে হত্যা করা হয়। আর দুরন্ত কাজ করতেন কৃষি নিয়ে। তাদের হত্যার যেন সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার করা হয়।’

    সুমন শামসের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মেহেদী জামিল প্রমুখ।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close