• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রংপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবো: ইসি রাশেদা

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ২২:৪১
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, রংপুর সিটি নির্বাচন আমরা সুষ্ঠু, অবাধ করবো, যেন ভোটাররা এসে ভোট দিতে পারেন। কুমিল্লা সিটি করপোরেশনের মতো রংপুর সিটিতে সিসি ক্যামেরা ব্যবহার করবো।

বুধবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, রংপুরের নির্বাচন সুন্দর করার চেষ্টা করবো। অবশ্যই চাইবো ভোটাররা যেন নিজের ভোট নিজেই দিতে পারেন। নির্বাচন ব্যাহত করে এমন বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মনিটর করার ক্ষেত্রে কোনো দায়িত্বে অবহেলা করবো না। আমরা রংপুরে যাবো। যতোখানি আমাদের করা সম্ভব তার সবটুকুই করবো।

তফসিল অনুযায়ী, রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করবে ইসি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রংপুর সিটি নির্বাচন,সুষ্ঠু,ইসি,বেগম রাশেদা সুলতানা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close