• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

জুরাইনে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৬

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০২২, ১১:৪৫ | আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৩:২৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরের জুরাইন কবরস্থান রোডে এলাকায় তিতাস গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণ হয়ে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মো. সিরাজুল ইসলাম (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান(১৯), মো. আজিজুল হক(৭০), মো. আব্দুর রহমান(৬০) ও মো. নোমান(১৯)।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চারজনকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয় ও দুজনকে ভর্তি দেওয়া হয়েছে। ভর্তি দুজন হলেন, মো. সিরাজুল ইসলাম ও খলিলুর রহমান।

তাদের নিয়ে আসা মুস্তফা জানান, রাত সাড়ে বারোটার দিকে জুরাইন কবরস্থান রোডে এলাকায় তিতাস গ্যাস লাইনে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায় পরে দগ্ধ অবস্থায় তাদের ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।ও দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, জুরাইন কবরস্থান রোড এলাকায় থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে শেখ হাসিনা জাতীয় বার্নের জরুরি বিভাগে আনা হয়। পরে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ও তাদের মধ্যে দুই জনকে ভর্তি দেওয়া হয়েছে। খলিলুর রহমানের শরীরের ৩০ শতাংশ ও সিরাজুল ইসলামের শরীরে ২৫ শতাংশ পুড়ে গেছে।

তিতাস গ্যাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close