• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১৩ জানুয়ারি থেকে শুরু বিশ্ব ইজতেমা

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০২২, ১৭:১৫
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে আগামী ১৩ জানুয়ারি থেকে দুই ভাগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম পর্ব এবং ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

সম্পর্কিত খবর

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলীগের দুই পক্ষকে (জুবাইর গ্রুপ ও ওয়াসেকপন্থি) আনা হয়েছিল। গতবারের মতোই এবার ইজতেমা হবে।

    তিনি বলেন, ১৩ থেকে ১৫ জানুয়ারি (মাওলানা যোবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২২ জানুয়ারি (মাওলানা ওয়াসেকপন্থি) অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

    প্রতি বছর সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শীতের সময়ে বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়। কিন্তু কোভিড মহামারির কারণে ২০২২ সালে ইজতেমা আয়োজন করা সম্ভব হয়নি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close